 
							
							 
                    
পারভেজ আহমেদ,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলার পলাশ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি বিল্লাল হোসেন এবং সঞ্চালনা করেন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান, পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল হান্নান মানিক, সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক এবং স্বর্ণ পদকপ্রাপ্ত কৌতুক অভিনেতা ও মানবাধিকার কর্মী মোঃ হেলাল উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জজ কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট মোঃ আওলাদ হোসেন।বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। একইসঙ্গে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply