
মোঃ শাহারিয়া রেজা জিসাদ ,নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই নদী-খাল ও পাহাড় থেকে তোলা হচ্ছে বিপুল বালু।
সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডের কাগজিখোলা এলাকায় ড্রেজার মেশিনে চলছে উত্তোলন। স্থানীয়দের অভিযোগ—অভিযান শেষ হলেই পরদিন ফের চালু হয় মেশিন।
৬ অক্টোবর অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করা হলেও কয়েক সপ্তাহ না যেতেই আবার শুরু হয়েছে লুট।
সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও স্থানীয় নেতাদের যৌথ সিন্ডিকেট এই ব্যবসার পেছনে জড়িত। স্থানীয়রা প্রতিবাদ করলে হুমকি পান।
ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “নিয়মিত অভিযান চলছে, আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।”
বিশেষজ্ঞদের মতে, এভাবে চলতে থাকলে নদী, জমি ও ঘরবাড়ি পড়বে বড় ঝুঁকিতে। স্থানীয়দের দাবি—“কঠোর নজরদারি ও স্থায়ী টাস্কফোর্স না গঠানো পর্যন্ত বালু লুট বন্ধ হবে না।”
মন্তব্য করুন