
পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক
গত শনিবার (০১ নভেম্বর) রায়পুরা থানাধীন চরসুবুদ্ধি ইউনিয়নস্থ চরসুবুদ্ধি সাকিনে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসত বাড়ির বেড়া ভাংগাকে কেন্দ্র করে চাচা আউয়াল মিয়ার পক্ষের অর্তকিত হামলায় ভাতিজা ১। শাকিল (২২) ও ২। ফুরা মিয়া (২৬)-কে গুরুত্বর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন। হত্যাকারীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার, নরসিংদীর কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদীর একটি চৌকস টিম মঙ্গলবার (০৪ নভেম্বর) ২০:০০ ঘটিকায় নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে অন্যতম প্রধান আসামী আপন চাচাতো ভাই শিপন (২৫), পিতা-আওয়াল, গ্রাম-চরসুবুদ্ধি, থানা- রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।
এছাড়া, উক্ত ঘটনায় ঐদিনই ০৩ জনকে গ্রেফতার করা হয় এবং ০৫টি বড় দা ও ০৪ টি ছুরি উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত এ মামলায় মোট গ্রেফতার ০৪ জন।
Leave a Reply