
পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে দি মিলেনিয়াম ইউনিভার্সিটির আয়োজনে শিক্ষার্থীদের বিজ্ঞান জ্ঞান ও উন্মেষ ইউনিভার্সিটি কুইজ অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি মিলেনিয়াম ইউনিভার্সিটি পাবলিক রিলেশনশিপ অফিসার বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, দি মিলিনিয়াম ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ইবরার আলম ,পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক ডিরেক্টর এনামুল পাঠান সহ মিলেনিয়াম ইউনিভার্সিটি বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক এবং পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দি মিলেনিয়াম ইউনিভার্সিটি পক্ষ থেকে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং পলাশ উপজেলার সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে ইউনিভার্সিটি পাবলিক রিলেশনশিপ অফিসার বাহাউদ্দিন ভূইয়া মিল্টন বলেন, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি শিক্ষার্থীবান্ধব একটি ইউনিভার্সিটি যা দরিদ্র এবং গ্রাম পর্যায়ের শিক্ষার্থীদের প্রথম পছন্দ হিসেবে আবির্ভূত হয়েছে।
শিক্ষার মান এবং শিক্ষকদের আপ্রাণ প্রচেষ্টায় দি মিলেনিয়াম ইউনিভার্সিটি ইতিমধ্যে সুনাম করিয়েছে পলাশ থেকে যে সকল শিক্ষার্থী আর্থিক অসচ্ছলতায় কারণে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না তাদের জন্য দি মিলেনিয়াম ইউনিভার্সিটি হতে পারে প্রথম পছন্দ ।
এ সময় তিনি আরো বলেন পলাশের কৃতি সন্তান জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও তার সহধর্মীর সহযোগিতায় পলাশ থেকে যেকোনো শিক্ষার্থী আমাদের ইউনিভার্সিটি তে ভর্তি হতে আসলে তাদের জন্য ৫০% ছাড়ের মাধ্যমে তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়া হবে।
এ সময় পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান বলেন দক্ষিণ এশিয়া মহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ড. আব্দুল মঈন খান স্যারের ইউনিভার্সিটি থেকে আমার কলেজে এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সারা বাংলাদেশের দি মিলেনিয়াম ইউনিভার্সিটি শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন