
পারভেজ আহমেদ , নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ–২০২৫ জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কামরুল ইসলাম উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ, নরসিংদী ।
অনুষ্ঠানে প্রাণীসম্পদ উন্নয়ন, নিরাপদ মাংস–দুধ–ডিম উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ এবং রোগ প্রতিরোধ কার্যক্রম নিয়ে নানা দিক তুলে ধরা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,“দেশের প্রাণিসম্পদ উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি, সঠিক ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতন করা এখন সময়ের দাবি। প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে সরকারের নানামুখী পদক্ষেপ অব্যাহত রয়েছে।”
সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে বিনামূল্যে পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, সেমিনার, খামারি প্রশিক্ষণ, প্রদর্শনী, সচেতনতামূলক র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর।
মন্তব্য করুন