
পারভেজ আহমেদ, নিউজ প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াশালের চামড়াব হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
দোয়া মাহফিলে পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।
দোয়া মাহফিল শেষে অসুস্থ বেগম জিয়ার সুস্থতার জন্য পুনরায় সবার কাছে দোয়া কামনা করা হয়।
এসময় উক্ত চামড়াব হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের জন্য কম্বল বিতরণ করা হয়।
মন্তব্য করুন