
হাবিবুল্লাহ, নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার বাদ আছর নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর সাগরদী মাদ্রাসা প্রাঙ্গণে এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আদর্শ গ্রাম উন্নয়নে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে চর সাগরদী যুব সমাজ।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং এলাকাবাসীর মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা বলেন, “যুব সমাজ একটি জাতির প্রাণশক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে।”
এমন সচেতনতামূলক আলোচনা সভার উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, “যারা এমন একটি সুন্দর আয়োজন করেছে, তারা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
আলোচনা সভা শেষে সমাজ উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে অবদান রাখায় কয়েকজন মেধাবী শিক্ষার্থী ও যুবককে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন, মোঃ মাসুদ রানা নান্নু, ও মোঃ হান্নান মিয়া।
যুবকদের পক্ষ থেকে বিশেষ ভূমিকা রাখেন মোঃ মোজাম্মেল হক ও সাকিল মিয়া।
এছাড়া, সারা দিনব্যাপী অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক খেলা, যেখানে স্থানীয় তরুণ-যুবকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, অভিভাবকসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন